কৃষি বনসৃজনের উপযুক্ত গাছ
জমির অবস্থান অনুসারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো যায়, যেমন,
(১) জমির বিস্তৃত আল, ঘের বা বাঁধ বরাবর সুবাবুল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, আকাশমণি, নিম, সুপারি, তাল প্রভৃতি।
(২) বাগানে কলা, লেবু, কুল, কাঁঠাল, আম, নারকেল, জাম, ফলসা, চালতা ইত্যাদি।
(৩) পতিত জমিতে নিম, কদম, সোনাঝুরি, শাল, মেহগিনি, শিশু জাতীয় বড়ো গাছ বা বিভিন্ন ধরনের ডাল যেমন মসুর, অড়হর বা বাদাম, ভুট্টা ইত্যাদি শস্য।
(৪) কৃষিজমির কাছাকাছি বা সবজি বাগানে ধঞ্চে গাছ।
(৫) বাড়ির সীমানা বরাবর সুপারি, সাবু, তাল, ইউক্যালিপটাস, শিশু, আকাশমণি প্রভৃতি।
(৬) পুকুরের ধারে নারকেল, তাল, সুপারি, চালতা, আম, ফলসা প্রভৃতি।
(৭) সুবিধামতো জায়গায় বাসক, নয়নতারা, কালমেঘ প্রভৃতি।
(৮) চা, কফি, কোকো বাগানে শিরীষ, কৃষ্ণচূড়া, কলা, ভুট্টা ইত্যাদি।
Leave a reply
You must login or register to add a new comment .