বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য হল এই যে :
(১) সাধারণভাবে পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
(২) ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই তিনটি শীতের মাস বাদ দিলে সারা বছরই পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ বেশি থাকে।
(৩) মে-জুন মাসে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সবচেয়ে বেশি হয় (৩৫°—৪৫°সে.)।
(৪) দীর্ঘস্থায়ী গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। (পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৭৫ সেন্টিমিটার)।
(৫) জুলাই মাসে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এবং ডিসেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়
(৬) পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে উষ্ণতা কম কিন্তু বৃষ্টি বেশি।
(৭) পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের মালভূমি অঞ্চলে উষ্ণতা বেশি কিন্তু বৃষ্টিপাত কম।
(৮) দক্ষিণ থেকে উত্তর দিকে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে এবং তাপমাত্রা কমতে থাকে।
(৯) পশ্চিমবঙ্গের প্রধান ঋতু চারটি, যেমন: (ক) শুষ্ক গ্রীষ্মকাল; (খ) আর্দ্র গ্রীষ্মকাল (বর্ষা); (গ) শরৎকাল; এবং (ঘ) শীতকাল।
Leave a reply
You must login or register to add a new comment .