স্থিতীশীল উন্নয়নের প্রয়োজনীয়তা
মানুষের চাহিদা সীমাহীন। মৌলিক চাহিদাগুলি পূরণ হলে অরও উন্নততর চাহিদা নিবৃত্তির জন্য সচেষ্ট হয়। অর্থনৈতিক উন্নয়নের হার অধিক হলে মানুষ ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আরও বেশি সক্রিয় হয়। এর ফলে বিশ্বের বহুস্থানে নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়। অনেক সম্পদের অপচয়ও ঘটে। বর্তমানের মানুষ নিজেদের উন্নতির জন্য যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে একদিন প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব মূল্যবান সম্পদ আর অবশিষ্ট থাকবে না। তাই উন্নয়নকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য প্রয়োজন হয়েছে স্থিতিশীল উন্নয়নের। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষের সার্বিক উন্নতির জন্য স্থিতিশীল উন্নয়ন একান্ত জরুরি।
১। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হল এমন এক পৃথিবী গড়ে তোল যেখানে মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে।
২। স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ধরে ভোগ করা সম্ভব হবে।
৩। নির্বিচারে প্রকৃতিকে ব্যবহার করার ফলে আজ যে নানাবিধ পরিবেশ সংকট দেখা দিচ্ছে তার সুষ্ঠু সমাধানের জন্য স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আছে।
৪। উন্নয়নের যেসব পদ্ধতি পরিবেশ দূষণ ঘটায়, পারিপার্শ্বিক অবস্থার ক্ষতিসাধন করে, স্থিতিশীল উন্নয়ন সেগুলিকে পরিহার করতে শিক্ষা দেয়।
৫। স্থিতিশীল উন্নয়নের মানুষের বাস্তব অবস্থার উন্নতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
৬। স্থিতিশীল উন্নয়ন পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখে।
৭। স্থিতিশীল উন্নয়নের ধারণায় জীববৈচিত্র্য ও মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলিকে রক্ষা করা জন্য কর্মসূচি গৃহীত হয়েছে।
৮। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
৯। প্রতিটি প্রস্তাবিত কর্মকান্ডের আগে পরিবেশের উপর তার কী ধরনের প্রাক্তন পড়বে স্থিতিশীল উন্নয়ন সে বিষয়ে মূল্যায়ণ করে।
১০। দুর্লভ ও দুষ্প্রাপ্য সম্পদের জন্য বিকল্প সামগ্রীর উদ্ভাবন ও ব্যবহার বাড়াতে স্থিতিশীল উন্নয়নের নীতি জনগণকে উৎসাহ প্রদান করে।
Leave a reply
You must login or register to add a new comment .