পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভৌগোলিক ভাগ
উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই সমভূমির অন্তর্গত। নদীবাহিত পলি সঞ্জয়ের ফলে এই অঞ্চলটি গড়ে উঠেছে।
ভূ-প্রকৃতিগত পার্থক্য অনুসারে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যথা:
(১) তরাই অঞ্চল (এই অঞ্চলের ২টি উপবিভাগ রয়েছে, যেমন : তরাই ও ডুয়ার্স);
(২) উত্তরের সমভূমি অঞ্চল (এই অঞ্চলের ৩টি উপ বিভাগ রয়েছে, যেমন : তাল, বরেন্দ্রভূমি এবং দিয়ারা);
(৩) রাঢ় অঞ্চল,
(৪) উপকূলের বালুকাময় সমভূমি অঞ্চল;
(৫) গঙ্গার বদ্বীপ অঞ্চল (এই অঞ্চলের ৩টি উপ-বিভাগ রয়েছে, যেমন : মুমুর্ষু, পরিণত ও সক্রিয় বদ্বীপ) এবং
(৬) সুন্দরবন অঞ্চল (এই অঞ্চলের দুটি উপ-বিভাগ রয়েছে, যথা : বাদা ও আবাদ)।
Leave a reply
You must login or register to add a new comment .