পশ্চিমবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাগুলিকে একসঙ্গে উত্তরবঙ্গ বলা হয়। তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোৰ্যা,
সঙ্কোশ, রায়ডাক, কালজানি, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন প্রভৃতি নদীগুলো হল এই
অঞ্চলের প্রধান নদী।
উত্তরবঙ্গের বিভিন্ন নদনদীর বৈশিষ্ট্য
(১) উত্তরবঙ্গের প্রায় প্রতিটি নদীই গঙ্গা এবং বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের (যমুনা) উপনদী। পুনর্ভবা ও টাঙ্গন হল মহানন্দার উপনদী। মহানন্দা নদীটি গঙ্গার সঙ্গে এবং বাকি নদীগুলো যমুনার সঙ্গে মিলিত হয়েছে;
(২) উত্তরবঙ্গের নদীগুলো ভূমির ঢাল অনুসারে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে;
(৩) উত্তরবঙ্গের বেশির ভাগ নদীই হিমালয় পর্বতের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে;
(৪) এই অঞ্চলের বেশির ভাগ নদীই হিমালয় পর্বতের বরফগলা জলে পুষ্ট হয়েছে;
(৫) বৃষ্টিবহুল উত্তরবঙ্গে অবস্থিত হওয়ার জন্য এইসব নদীগুলো বরফগলা জলের সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টির পায়। তাই উত্তরবঙ্গের নদীগুলোতে সারাবছর ধরেই জল থাকে;
(৬) প্রবল বৃষ্টিপাতের ফলে এই সবনদীগুলোতে বর্ষাকালে মাঝে মধ্যেই প্রবল বন্যা হয়;
(৭) পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত উত্তরবঙ্গের কিছু কিছু নদী খরস্রোতা হওয়ায় এরা জলবিদ্যুৎ উৎপাদনের বিশেষ উপযোগী (যেমন: জলঢাকা);
(৮) উত্তরবঙ্গের কিছু কিছু নদী বর্ষার জলে পুষ্ট হওয়ায় (যেমন : লিস্, ঘিস, মুর্তি প্রভৃতি) গ্রীষ্মকালে শুকিয়ে যায়।
Leave a reply
You must login or register to add a new comment .