ভারতীয় সংস্কৃতিতে বৌদ্ধধর্মের অবদান
১) বৌদ্ধধর্ম হল ভারতীয় দর্শনজাত। এই ধর্ম সমসাময়িক মানুষের মনে এক নতুন জীবনের সঞ্চার করে।
২) এই ধর্ম শ্রেণীবৈষম্যের কোন স্থান ছিল না এবং অস্পৃশ্য ও নিন্মবর্ণের মানুষকে সমাজে উত্তোলন করাই আন্তরিক প্রয়াস ছিল।
৩) বিশ্বের ইতিহাসে বুদ্ধই সর্বপ্রথম জীবের মুক্তির কথা ঘোষণা করেছিলেন।
৪) ভারতের সর্বপ্রথম গণতন্ত্র সম্মত ধর্মের প্রতিষ্ঠার আদর্শ এই ধর্মে প্রকাশ পায়। এই প্রসঙ্গে বৌদ্ধ সংঘগুলির কথা বিশেষভাবে স্মরণীয়।
৫) ভারতীয় সংস্কৃতিতে শ্রেষ্ঠ অবদান হল “বিহার”।
৬) ভারতীয় শিল্পকলার ক্ষেত্রে এক নব যুগের সূচনা করেছিল।
৭) ভারতীয় প্রতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বৌদ্ধ মঠ ও বিহারগুলির অবদান অপরিসীম। ভারত এর সঙ্গে এশিয়ার দেশগুলির মধ্যে বৌদ্ধ শিক্ষালয়গুলি এক গভীর সাংস্কৃতিক যোগসূত্র তৈরি করেছিল। এছাড়াও বৌদ্ধধর্মই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক সংস্কৃতিতে রূপান্তরিত করেছিল।
Leave a reply
You must login or register to add a new comment .