হুগলি শিল্পাঞ্চলের সমস্যা
হুগলি শিল্পাঞ্চল একসময় দেশের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল ছিল। কিন্তু বর্তমানে এর ক্রমাবনতি ঘটে চলেছে। এর প্রধান কারণগুলি হল—
পাট শিল্পের সমস্যা
হুগলি শিল্পাঞ্চল পাট শিল্পকে কেন্দ্র করেই উন্নতি লাভ করেছিল। সেই পাট শিল্পই এখন অনেক সমস্যার সম্মুখীন। ফলে এই শিল্পাঞ্চলের অবনতি ঘটছে।
বন্দর সংক্রান্ত সমস্যা
কলকাতা বন্দরের অবনমন ও হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ার কারণেও এই শিল্পাঞ্চল দুর্দশাগ্রস্ত।
জমির অভাব
কলকাতা সহ হুগলি শিল্পাঞ্চলটি অত্যন্ত ঘনবসতি যুক্ত এবং নতুন কলকারখানা স্থাপনের জন্য জমির অভাব তীব্র।
বিদ্যুতের জোগানের স্বল্পতা
চাহিদার তুলনায় বিদ্যুতের জোগানের স্বল্পতাও এই শিল্পাঞ্চলের অবনতির অন্যতম কারণ।
পরিচালন ব্যবস্থার ত্রুটি
শ্রমিক অসন্তোষ , বিশেষত মালিক পক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়নের সমস্যা ও তাতে রাজনৈতিক দলের হস্তক্ষেপও শিল্পে অবনতির উল্লেখযোগ্য কারণ।
অন্যান্য কারণ
এ ছাড়াও শিল্পপতিদের মূলধন বিনিয়োগে অনীহা , সরকারি নীতি , পরিকাঠামোগত সমস্যা ইত্যাদির জন্য হুগলি শিল্পাঞ্চলের ক্রমাবনতি ঘটে চলেছে।
Leave a reply
You must login or register to add a new comment .