হিস্টোরিওগ্রাফি কথাটির আক্ষরিক অর্থ
Historiography (হিস্ট্রিওগ্রাফি) বলতে মূলত বোঝায় ঐতিহাসিকদের দ্বারা ব্যক্ত কোনো একটি ঘটনার ঐতিহাসিক ব্যাখ্যা। এককথায় বলতে গেলে হিস্ট্রিওগ্রাফি হল ইতিহাসের ইতিহাস (The history of history)। ঐতিহাসিকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো একটি বিশেষ ঘটনার পর্যালোচনা করেন এবং তার বিশদ ব্যাখ্যা দেন।
ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপটে হিস্ট্রিওগ্রাফির গুরুত্ব অপরিসীম। কোনো একটি দেশের ইতিহাস তার স্থান, কাল ও পাত্রের নিরিখে রচিত হয়। বিশ্বে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এবং তার জলবায়ু এই দেশের ইতিহাসকে একটি নতুন মাত্রা দান করেছে।
ভারতবর্ষের ইতিহাসকে তার প্রাকস্বাধীনতা যুগ থেকে স্বাধীনোত্তর যুগ পর্যন্ত মূলত তিনটি ভাগে ভাগ করা হত, যথা—প্রাচীন, মধ্য এবং আধুনিক। কিন্তু 1950-এর দশকে তার একটি নতুন সংযোজন করা হয় যা আদি-মধ্য যুগ বা প্রাচীন ও মধ্যযুগের মধ্যবর্তী সময়। এটিকে ভারতীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে যুগসন্ধিক্ষণ (Transition) বলা যেতে পারে। ভারতবর্ষের ঐতিহাসিক বিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন, মধ্য এবং আধুনিক ঐতিহাসিকদের মতামত এবং ব্যাখ্যা যথাক্রমে দেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে ভারতীয় এবং অভারতীয় – দু-পক্ষের ঐতিহাসিক, ভ্রমণমূলক ও পণ্ডিতদের মতামত সমগুরুত্ব রাখে।
Leave a reply
You must login or register to add a new comment .