হিমযুগ বা তুষারযুগ বা আইস-এজ
জলবায়ু পরিবর্তনের ফলে ভূ-পৃষ্ঠ যখন পুরু তুষারের আস্তরণে ঢাকা পড়ে যায়, তখন সেই হিমশীতল যুগ বা সময়কে হিমযুগ বা তুষার যুগ বলে। ইংরেজি পরিভাষায় হিমযুগকে আইস-এজ (Ice-age) বলা হয়। পৃথিবীতে শেষ হিমযুগ এসেছে আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে প্লাইসটোসিন উপযুগে। তবে কোনাে হিমযুগই একটানা নয়। মাঝে মাঝে উষ্ণযুগ আসে। একে আন্তঃহিমযুগ বা ইনটারগ্নেসিয়াল পিরিয়ড (Interglacial period) বলে। ভূ-বিজ্ঞানীরা ইউরােপের আল্পস, উত্তর ইউরােপ, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, মধ্য-উত্তর আমেরিকায় বিভিন্ন হিমযুগগুলিকে চিহ্নিত করেছেন। যেমন- আল্পস অঞ্চলের হিমযুগগুলি পরপর হল উরম (Wurm), রিস (Riss), মিন্ডেল (Mindel) ও গুঞ্জ (Gunj)।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .