সমমণ্ডল বা হােমােস্ফিয়ার
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের নিম্নস্তরটিকে সমমণ্ডল বা হােমােস্ফিয়ার (Homosphere) বলে। এই স্তরের মধ্যে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত প্রায় সমান। বায়ুমণ্ডলের এই সর্বনিম্ন বলয়টি জল, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উৎস।
সমমণ্ডলের স্তরবিন্যাস
সমমণ্ডলকে উষ্ণতা ও উচ্চতা অনুসারে তিনটি অসমান উপস্তরে বিভক্ত করা যায়- (১) ঘনমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপােস্ফিয়ার (Troposphere), (২) শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere), (৩) মেসােস্ফিয়ার (Mesosphere)।
Leave a reply
You must login or register to add a new comment .