হায়দ্রাবাদের গুরুত্ব
■ [১] অবস্থান
কৃষ্ণানদীর উপনদী মুসীর তীরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর ।
■ [২] শিক্ষা সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্ব
নিজাম শাসনকালেও এই মহানগর তৎকালীন হায়দ্রাবাদের রাজধানী ছিল। অতি প্রাচীনকাল থেকেই শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের কেন্দ্র হিসাবে হায়দ্রাবাদ খ্যাতি অর্জন করেছে। চারমিনার, সালারজঙ্গ যাদুঘর, নিজাম প্রাসাদ, হাইকোর্ট, বিশ্ববিদ্যালয় প্রভৃতি এখানকার শিল্প স্থাপত্যের কীর্তি বহন করছে।
■ [৩] শিল্পকেন্দ্র
হায়দ্রাবাদ মহানগরকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প বিস্তৃতি ও বিকাশলাভ করেছে।
■ [৪] যাতায়াত ও পরিবহন
হায়দ্রাবাদ রেল, বিমান ও সড়ক পথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত।
Leave a reply
You must login or register to add a new comment .