হান্টার কমিশনের সুপারিশ
ভারতে উচ্চ শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য হান্টার কমিশন যে সুপারিশগুলি করে তা হল —
- স্কুল-কলেজের ওপর থেকে সরকারি হস্তক্ষেপ বাতিল করা,
- বিদ্যালয় ও কলেজগুলিকে সরকারি অনুদান মঞ্জুর করা,
- সরকারি ও বেসরকারি কলেজে প্রাকৃতিক ও ধর্মীয় পাঠ্যক্রমের প্রবর্তন করা,
- কলেজগুলিতে মানবিকতা ও নাগরিকতা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করা।
এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে সুপারিশ ছিল—
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রসারের দায়িত্ব সরকারি নিয়ন্ত্রণে পৌরসভা ও জেলাবোর্ডগুলির হাতে অর্পণ করা।
- সরকারি উদ্যোগে প্রতিটি স্কুলে লাইব্রেরি গঠন করা এবং
- মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।
উপরিউক্ত সুপারিশগুলি কার্যকারী হলে ভারতে শিক্ষার মানোন্নয়ন হবে বলে হান্টার কমিশন আশা প্রকাশ করে।
Frequently Asked Questions
কাদের প্রচেষ্টায় বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মিলিত প্রচেষ্টায় বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
১৮৪৩ খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল ভারতের জনগণের অবস্থা ইংল্যান্ডে প্রচার করা এবং ইংল্যান্ডবাসীর সহানুভূতি লাভ করা।
Leave a reply
You must login or register to add a new comment .