হরপ্পাবাসীদের ধর্মবিশ্বাস
হরপ্পাবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনরূপে প্রাপ্ত বিভিন্ন মূর্তি দেখে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে একটা ধারণা করা যায়। হরপ্পায় প্রাপ্ত নারীমূর্তিকে পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী মনে করে অনেকে ধারণা পােষণ করেন যে হরপ্পা সভ্যতায় মাতৃদেবী পূজার বিশেষ প্রচলন ছিল। একটি সিল- মােহরে জীবজন্তু পরিবেষ্টিত, শিংধারী ত্রিমুখ বিশিষ্ট যােগী মূর্তি পাওয়া গিয়েছে। এটিকে স্যার জন মার্শাল ও এ, এল, ব্যাসাম ‘আদি শিব’ বা ‘পশুপতি বলে শনাক্ত করেছেন।
হরপ্পাবাসীরা গাছ, আগুন, জল প্রভৃতি প্রাকৃতিক শক্তির পূজা করত। হরপ্পায় প্রাপ্ত বহু মূর্তির গায়ে ধোয়ার চিহ্ন দেখে মনে ইয় যে পূজার সময় ধূপ ও দীপ জ্বালানাে হত। যদিও কোনাে উপাসনালয় আবিষ্কৃত হয়নি, তথাপি স্বস্তিকা চিহ্নের ব্যবহার প্রমাণ করে যে সে যুগে সূর্য পূজার প্রচলন ছিল।
Leave a reply
You must login or register to add a new comment .