স্তব্ধস্তর বা ট্রোপােপজ
স্তব্ধস্তর বা ট্রোলােপজ (Tropopause) হল ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডলের সীমানা। ক্ষুব্ধমণ্ডলের উচ্চতম সীমা এবং শান্তমণ্ডলের নিম্নতম সীমার মধ্যে স্তব্ধস্তর বা ট্রোলােপজের অবস্থান। গ্রিক শব্দ থেকে নেওয়া ট্রোপােপজ কথাটির অর্থ, যেখানে বাতাসের আলােড়ন স্তব্ধ।
ট্রোপােপজ এর বৈশিষ্ট্য
ট্টোপােপজের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে ১৬ কিমি ও মেরু অঞ্চলে ৮ কিমি। সুতরাং স্তব্ধস্তর বা ট্রোপােপজ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ অবনত বা ঢালু হয়ে রয়েছে। এই বলয়টি মধ্য অক্ষাংশ অঞ্চলে সুনির্দিষ্টভাবে চিহ্নিত। তবে মেরু অঞ্চলে এর কোনাে নির্দিষ্ট অবস্থান নেই। ঋতুর পরিবর্তন অনুসারে ট্রোপােপজের উচ্চতা মধ্য ও উচ্চ অক্ষাংশের অঞ্চলগুলিতে বদলে যায়। ট্রোলােপজের কাছাকাছি উচ্চতায় জেট বায়ু (Jet Stream) প্রবাহিত হয়। এই বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলােমিটার।
Leave a reply
You must login or register to add a new comment .