স্ট্রাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার-এর ঊর্ধ্বে ১৮-৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্ট্রাটোস্ফিয়ার বলে। মেরুপ্রদেশে এই স্তরের গভীরতা ৭২ কিলোমিটার এবং নিরক্ষরেখায় ৬২ কিলোমিটার। এখানে ট্রোপোস্ফিয়ারের মতো উচ্চতা অনুযায়ী চাপের বিশেষ তারতম্য ঘটে না। ফলে, এখানে কোনো বায়ুপ্রবাহ, মেঘ বা বিদ্যুৎ দেখা যায় না। ঝড়-বৃষ্টি নেই বলে জেট- বিমানগুলি
সাধারণত এই বায়ুস্তরে বিনা বাধায় চলাচলকালে আকাশে পুচ্ছাকারে সাদা দাগ রেখে যায়। ইঞ্জিন নির্গত জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে এই দাগের সৃষ্টি হয় এবং এখানে কোনো বায়ুপ্রবাহ নেই বলেই তা আমাদের দৃষ্টিগোচর হয়। বায়ুমণ্ডলের এই স্তরে উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয় না, বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম থাকে।
এখানকার বায়ুতে জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণ খুব কম থাকে এবং প্রায় দেখাই যায় না। স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যতই উঁচুতে ওঠা যায় ততই উত্তাপ ক্রমশ বাড়তে থাকে এবং (উত্তাপ) ৫০ কিলোমিটার উচ্চতায় সর্বোচ্চ (১০° সেলসিয়াস) হয়।
Read More
- টীকা লেখো : হেটেরোস্ফিয়ার।
- টীকা লেখো : হোমোস্ফিয়ার।
- টীকা লেখো : আয়নোস্ফিয়ার।
- টীকা লেখো : ট্রপোপজ।
- টীকা লেখো : ট্রোপোস্ফিয়ার।
- টীকা লেখো : বায়ুমণ্ডলের উপাদান।
- টীকা লেখো : বায়ুমণ্ডলের উপাদান।
Frequently Asked Questions
নিরক্ষরেখায় স্ট্রাটোস্ফিয়ারের গভীরতা কত?
৬২ কিলোমিটার।
স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কত কিলোমিটার?
৮০ কিলোমিটার।
বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি দেখা যায় না?
স্ট্রাটোস্ফিয়ারে।
Leave a reply
You must login or register to add a new comment .