সৌরশক্তি
সূর্য থেকে আগত তাপীয় শক্তির অংশ-বিশেষকে সরাসরি অথবা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হলে তাকে সৌরশক্তি বলে। সূর্য হল অফুরন্ত শক্তির উৎস। এই উৎসকে ব্যবহার করে উদ্ভিদ ও প্রাণীজগৎ তাদের অস্তিত্ব রক্ষা করে চলেছে।
সৌরশক্তির ব্যবহার
(১) সৌরশক্তির ভান্ডার অফুরন্ত এবং এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি। সৌরশক্তি উৎপাদনের প্রধান উপাদান হল সূর্য থেকে আগত রশ্মি যা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। বৈজ্ঞানিকগণ মনে করেন আগামী ৫০ বছরে পৃথিবীর ক্রমবর্ধমান শক্তির চাহিদা সৌরশক্তির সাহায্যে পুরণ করা সম্ভব হবে।
(২) সৌরশক্তির দ্বারা পরিবেশ দুষিত হয় না। জীবাশ্ম জ্বালানিগুলি থেকে শক্তি উৎপাদনের সময় কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয় যা বিশ্বব্যাপী উয়তা বৃদ্ধির মূল কারণ। তাই বিশ্বব্যাপী সৌরশক্তি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
(৩) সৌরশক্তি উৎপাদনের জন্য খুব কম পরিমাণ প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয়। তবে সৌরকোষ ব্যবস্থা স্থাপন করার জন্য অনেকটা জমির প্রয়োজন হয়।
(৪) স্বল্প জনবসতি যুক্ত অঞ্চলে এই শক্তি উৎপাদন খুবই কার্যকরী ও যথার্থ।
Leave a reply
You must login or register to add a new comment .