সৌরদিন
পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ও ২৪ সেকেন্ড বা মোটামুটি ২৪ ঘণ্টা বা একদিন। পৃথিবীর কোনো এক মধ্যরেখা যখন সূর্যের সামনে আসে অর্থাৎ যখন সূর্য ওই মধ্যরেখার শিরোবিন্দুতে অবস্থান করে তখন সেখানে সময় হয় মধ্যাহ্ন ১২টা এবং এর বিপরীত মধ্যরেখায় তখন রাত্রি ১২টা।
কোনো মধ্যরেখায় যখন মধ্যাহ্ন হয় তার ঠিক প্রায় ২৪ ঘণ্টা পরে পুনরায় সেখানে মধ্যাহ্ন হয়। এইভাবে পৃথিবীর আবর্তনের পূর্ণ সময় বা ১ দিনকে ২৪ ভাগে বিভক্ত করে ঘণ্টায় ভাগ করা হয়। সুতরাং পৃথিবীর আবর্তনের পূর্ণ সময়কে বা ১ দিনকে সৌরদিন বলে।
Leave a reply
You must login or register to add a new comment .