সামাজিক বিবাহ ব্যবস্থা
সামাজিক বিবাহ হল সামাজিক প্রথা ও বিধি অনুযায়ী বিবাহ। এখানে পাত্র-পাত্রী নির্বাচন করেন পরিবারে পিতা মাতা ও অভিভাবকগণ। পাত্র-পাত্রী নির্বাচনের সময় উভয়ের জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয় এবং উভয়ের অভিভাবকদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অবস্থা, পাত্র-পাত্রীর সৌন্দর্যের বিচার করে বিবাহ সম্পন্ন হয়। এই ব্যবস্থায় যদিও অভিভাবকগণ পাত্র-পাত্রী নির্বাচন করে থাকেন, তবুও পাত্র-পাত্রীকে খানিকটা স্বাধীনতা দেওয়া হয়। তারা পরস্পর পরস্পরকে দেখার ও আলাপ করার পর তাদের বিবাহ বিষয়ে মতামত চাওয়া হয় এবং তাদের সম্মতি থাকলে তবেই অভিভাবকগণ আত্মীয় স্বজনদের নিয়ে বিবাহ সম্পাদন করেন।
অনেকক্ষেত্রে এই বিবাহকে রেজিষ্ট্রি করা হয়। অনেকে মনে করেন এই জাতীয় বিবাহ ব্যবস্থাই সবচেয়ে ভাল কারণ এখানে বিবাহের পূর্বে যৌন সম্বন্ধ গড়ে ওঠবার সম্ভাবনা নেই। দুজনের মধ্যে প্রকৃত সম্বন্ধ গড়ে ওঠে বিবাহের পর। কিন্তু এক্ষেত্রে যদি উভয় পক্ষের মতামত না নিয়ে বিবাহ সম্পাদিত হয় তাহলে নানা রকম সমস্যা ভবিষ্যতে দেখা দেয় ও বন্ধন ছিন্ন হয়।
Leave a reply
You must login or register to add a new comment .