সলবাই এর সন্ধি
১৭৮২ খ্রিস্টাব্দে সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে প্রথম ঈঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়। এই সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজপক্ষ মাধবরাও নারায়ণকে বৈধ পেশোয়া রূপে স্বীকৃতি দিলেন। প্রতিপক্ষ রঘুনাথরাওকে ভাতা দানের ব্যবস্থা করা হয়। সিন্ধিয়াকে যমুনা নদীর পশ্চিম তীরের যাবতীয় স্থান প্রত্যর্পণ করা হয়। এই সন্ধির ফলে দীর্ঘ বিশ বৎসর ইংরেজদের সঙ্গে মারাঠাদের শান্তি বজায় ছিল।
প্রকৃত পক্ষে মারাঠাদের সঙ্গে শান্তি বজায় রেখে মহিশূরের টিপু সুলতানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে মহিশূর রাজ্য ধ্বংস করেছিলেন সেদিক থেকে দেখতে গেলে সলবাই-এর চুক্তি ব্রিটিশের সাম্রাজ্যবিস্তার নীতির পক্ষেই গিয়েছিল।
Leave a reply
You must login or register to add a new comment .