সরণ
নির্দিষ্ট সময়ে কোনাে নির্দিষ্ট দিকে কোনাে সচল বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে। বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব তা হল সরণের মান এবং প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হল সরণের অভিমুখ।
সরণের মান ও অভিমুখ দুইই আছে। সুতরাং সরণ একটি ভেক্টর রাশি। এর একক হল দৈর্ঘ্যের একক। সুতরাং SI পদ্ধতিতে এর একক হল মিটার।
উদাহরণ
ধরা যাক , একটি বস্তুকণা প্রথমে A অবস্থান থেকে শুরু করে উত্তর দিকে AB = 4 মি গেল । তারপর পূর্বদিকে BC = 3 মি গেল । এখানে অতিক্রান্ত দূরত্ব 4 মি + 3 মি = 7 মি । কিন্তু সংজ্ঞানুযায়ী বস্তুকণার সরণ হল AC অভিমুখে এবং এর মান হল AC = √AB2 + BC2 = √42+ 32 মি = 5 মি ।
কোনাে বস্তুকণার প্রাথমিক ও শেষ অবস্থান একই হলে সরণ শূন্য হয়। যেমন কোনাে বস্তুকণা A থেকে যাত্রা শুরু করে B ও C বিন্দু হয়ে আবার যদি A বিন্দুতে ফিরে আসে তাহলে তার মােট সরণ শূন্য হয়। একইভাবে একটি পাথরখণ্ডকে উপরে ছুঁড়ে দেওয়া হল এবং কিছুক্ষণ পর সেটি আবার মাটিতে ফিরে এল। এক্ষেত্রেও সরণ শূন্য হল
আলােচনা
সরণের মান কেবলমাত্র প্রথম ও শেষ অবস্থানের উপর নির্ভর করে , বস্তুকণা কোন পথে গেল তার উপর নির্ভর করে না। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা পথ আলাদা হলেও সরণ একই হতে পারে।
Leave a reply
You must login or register to add a new comment .