সমুদ্রের বাস্তুতন্ত্র
জড় উপাদান
সমুদ্রের জলে ৩.৫ গ্রাম / ১০০ মিলি লবণ দ্রবীভূত অবস্থায় থাকে জলে খুব কম পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে। বিশাল সমুদ্রের বিভিন্ন অঞ্চলের উন্নতা, আলোক আপাতন এক রকম হয় না। লবণের মধ্যে সাধারণ লবণ অর্থাৎ Nacl থাকে ২৭%। তাছাড়া ক্যালসিয়াম, পটশিয়াম ও ম্যাগনেশিয়াম প্রভৃতি লবণও থাকে।
সজীব উপাদান
(১) উৎপাদক
এরা সাধারণত স্বভোজী। এখানে কিছু উদ্ভিদ সৌরশক্তিকে ক্লোরোফিলের সাহায্যে আবদ্ধ করে অন্যান্য জীবকে বাঁচায়। বিভিন্ন ধরনের ডায়াটম, ডিনোফ্লাজেলেট, কিছু, আণুবীক্ষণিক শৈবাল, এছাড়া কিছু বাদামী ও লোহিত শৈবাল (কিউকাস, সালগাসাম, ল্যামিনারিয়া ও পরিসাইফনিয়া) উৎপাদকের ভূমিকা পালন করে।
(২) খাদক
এরা নিম্নলিখিত পর্যায়ক্রমে দেখা যায় :
(i) প্রথম শ্রেণীর খাদক
এরা সরাসরি উৎপাদকের খাদ্য হিসাবে গ্রহণ করে। যেমন—বিভিন্ন প্রকার শামুক জাতীয় প্রাণী, মাছ ও জলজ ক্রাষেশ্টাসিয়া জাতীয় কীট।
(ii) দ্বিতীয় শ্রেণীর খাদক
এরা মাংসশী প্রাণী। প্রাথমিক খাদকদের ভক্ষণ করে এরা বেঁচে থাকে। যেমন – হেরিং ম্যাকরেল, হাঙ্গর ইত্যাদি।
(iii) তৃতীয় শ্রেণীর খাদক
এরা খাদ্যশৃঙ্খলের সর্বোচ্চ স্তরে রয়েছে। মাংসাশী মাছগুলি যেমন— কড, হ্যাডক্ হ্যালিবাট এবং তিমি, স্তন্যপায়ীদের মধ্যে কচ্ছপ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী যারা দ্বিতীয় শ্রেণীর খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে।
(৩) বিয়োজক
সমুদ্রের বিয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটিরিয়া। এরা মৃত উৎপাদক ও বিভিন্ন খাদকদের দেহাবশেষের জৈব পরদার্থ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .