Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



সমাক্ষরেখা কাকে বলে? সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

সমাক্ষরেখা

নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্বদিক থেকে পশ্চিমদিকে ১° পরপর যে ৯০টি পরস্পর সমান্তরাল রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলে।

সমাক্ষরেখার বা অক্ষরেখার গুণাবলি বা বৈশিষ্ট্য

(১) প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, এইজন্য একই অক্ষরেখায় অবস্থিত যে-কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান হয়;

(২) অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল হওয়ায় যে-কোনো দুটো অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়,

(৩) নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, পৃথিবীর ঠিক মধ্যস্থল বেষ্টন করে আছে বলে নিরক্ষরেখার পরিধি সর্ববৃহৎ;

(৪) অক্ষরেখাগুলোর পরিধি, নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোটো হতে হতে অবশেষে দুটো বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সর্বত্র সমান নয়;

(৫) অক্ষরেখা দিয়ে পৃথিবীর উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধকে মোটামুটি তিনটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়, যথা : গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তবে একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিনরাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম হয়।

Frequently Asked Questions

Leave a reply