Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী ?

সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য

সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি হল—

(i) দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়।

(ii) সদ্বস্তুর অসদ প্রতিবিম্ব ও অসদ্বস্তুর সদ প্রতিবিম্ব তৈরি হয়।

(iii) প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়।

(iv) প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে সমশীর্ষ হয়।

(v) বস্তু প্রতিসম না হলে পার্শ্বীয় পরিবর্তন হয়।

(vi) বস্তু ও প্রতিফলকের দূরত্ব কমলে বা বাড়লে, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব দ্বিগুণ কমবে বা বাড়বে।

Leave a reply