সমক পার্থক্য
একগুচ্ছ সংখ্যার গড় থেকে প্রতিটি সংখ্যার বিচ্যুতি বা পার্থক্যের মাত্রা প্রকাশ করার জন্য গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলকে সমক পার্থক্য বলে। সংক্ষেপে, সমক পার্থক্য হলাে গড় থেকে পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের বর্গমূল। অর্থাৎ, কোনাে রাশিমালার প্রত্যেক রাশি আর গড়ের পার্থক্য বিয়ােগ করে এবং বর্গ করে তার বর্গমূল করলে যে মান পাওয়া যায়, তাকে সমক পার্থক্য বলে।
Read More
- লরেঞ্জ রেখা বলতে কী বােঝাে?
- লরেঞ্জ অনুপাত কাকে বলে?
- সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা লেখো।
- লরেঞ্জ রেখার সাহায্যে আয় বৈষম্য কীভাবে পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।
- লেনদেন ব্যালেন্সে ঘাটতি কীভাবে দূর করা যায় ?
- চলতি খাত ও মূলধনি খাতের বৈশিষ্ট্য আলােচনা করাে।
- বাণিজ্য উদবৃত্ত ও লেনদেন উদবৃত্তের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
- লেনদেন হিসাবের চলতি ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য দেখাও।
- “লেনদেন ব্যালেন্সে সবসময় সমতা থাকে।” – উক্তিটি ব্যাখ্যা করাে।
Leave a reply
You must login or register to add a new comment .