শৈবাল সাগর
আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে (i) উপসাগরীয় স্রোত, (ii) উত্তর নিরক্ষীয় স্রোত এবং (iii) ক্যানারি স্রোত পর্যায়ক্রমে আবর্তিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত একটি বিশাল আয়তাকার অঞ্চল জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করেছে। এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনোরকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতহীন এই অঞ্চলে নানারকম শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এইজন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়।
আটলান্টিক মহাসাগর ছাড়াও উত্তর প্রশান্ত মহাসাগরে (i) উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, (ii) কুরোশিয়ো বা জাপান স্রোত, (iii) উত্তর নিরক্ষীয় স্রোত এবং (iv) ক্যালিফোর্ণিয়া স্রোতের জলাবর্তের মাঝখানে প্রকাণ্ড একটি শৈবাল সাগর দেখা যায়।
Leave a reply
You must login or register to add a new comment .