Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



পরিবেশের উপাদান হিসাবে শিলামণ্ডলের গুরুত্ব কী ?

পরিবেশের উপাদান হিসাবে শিলামণ্ডলের গুরুত্ব কী ?

আবির্ভাবের প্রথম মুহূর্তটি থেকে মানুষ প্রাকৃতিক পরিবেশের যে অংশটির ওপর সবচেয়ে বেশি অধিকার জারি রেখেছে এবং তার বেঁচে থাকার ও আর্থ-সামাজিক উন্নতির অধিকাংশ উপাদান সংগ্রহ করে চলেছে, সেটি হল শিলামণ্ডল।

উপাদান হিসাবে শিলামণ্ডলের গুরুত্ব

(১) শিলামণ্ডল মানুষের অসংখ্য কাজের উপযােগী সম্পদের আধার ও উৎস।

(২) কৃষিজ, বনজ ও প্রাণীজ সম্পদ এবং ভূ-অভ্যন্তরের খনিজ ও জ্বালানি সম্পদ মানুষের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করেছে।

(৩) মৃত্তিকা ভূ-ত্বকের সর্বোচ্চ অংশ। মাটি ছাড়া প্রাকৃতিক পরিবেশ অসম্পূর্ণ। মাটি না থাকলে বৈচিত্র্যময় উদ্ভিদজগতের সৃষ্টি হত না। তা ছাড়া, বনজ ও কৃষিজ সম্পদ আহরণের জন্য মাটি অপরিহার্য উপাদান।

(৪) কোন্ এলাকায় জমির প্রকৃতি (nature) কেমন হবে তা শিলামণ্ডলের পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল।

(৫) ভূ-প্রকৃতি পরিবহণ ব্যবস্থা ও পরিবহণ মাধ্যমগুলিকে নিয়ন্ত্রিত করে। সমতল ভূ-ভাগ পরিবহণের জন্য আদর্শ এবং যে-কোনাে অর্থনৈতিক কাজকর্মের বিকাশের জন্য উন্নত পরিবহণ ব্যবস্থা একান্ত জরুরি।

Read More

Leave a reply