লিপ ইয়ার বা অধিবর্ষ
যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ১ বাড়িয়ে (২৮ +১ = ২৯ দিন করে) বছরটিকে ৩৬৬ দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। পৃথিবীর একবার সূর্য পরিক্রমার সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘণ্টা। কিন্তু আমরা ৩৬৫ দিনে এক বছর ধরি। এতে প্রতি বছর প্রায় ৬ ঘণ্টা সময় বাড়তি থেকে যায়। এইজন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে (৪ বছর × ৬ ঘণ্টা = ২৪ ঘণ্টা বা ১ দিন) বাড়তি সময়ের সমতা বজায় রাখা হয়।
সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ঐসব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। এই হিসেবে ২০০৪ সালটি একটি লিপ ইয়ার, কেননা এটি ৪ দিয়ে বিভাজ্য। কিন্তু এইভাবে নির্ণয় করা অধিবর্ষে প্রতি বছর ১১ মিনিট ১৪ সেকেন্ড সময় বেশি ধরা হয়ে যায়।
এই ভুল সংশোধনের জন্য যে ১০০ বছরগুলো ৪০০ দিয়ে বিভাজ্য, অর্থাৎ যে সব শতাব্দী- বছরকে ৪০০ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, শুধুমাত্র সেইসব শতাব্দী- বছরগুলোকেই লিপ ইয়ার হিসেবে ধরা হয়। এই হিসেবে ১,৬০০, ২,০০০, ২,৪০০, ২,৮০০ প্রভৃতি শতাব্দী বছরগুলোকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা যাবে, কারণ ৪০০ দিয়ে ভাগ করলে এদের কোনো ভাগশেষ থাকে না। কিন্তু ১,৭০০, ১,৮০০, ১,৯০০ অথবা ২,১০০ শতাব্দী- বছরগুলোকে লিপ ইয়ার বলা যাবে না কারণ ৪০০ দিয়ে এদের প্রত্যেকটিকে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে।
Comment ( 1 )
Thank you Studymamu