Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



লিঙ্গ (Gender) বলতে কী বোঝ?

লিঙ্গ (Gender) বলতে কী বোঝ?

লিঙ্গ (Gender)

‘লিঙ্গ (Gender)’ একটি সামাজিক-সাংস্কৃতিক শব্দ যে শব্দের দ্বারা সমাজে নারী ও পুরুষকে তাদের প্রদত্ত ভূমিকা পালনের কথা বলা হয়, ও তাদের আচার-আচরণের কথা বোঝান হয় (Gender is a socio-cultural term referring socially defined roles and behaviour assigned to ‘males’ and ‘females’ in a given society.)। কিন্তু ‘লিঙ্গ’ (sex) শব্দের দ্বারা জৈবিক ও শারীরিক বিষয়কে বোঝান হয়। যাতে মনুষ্য সমাজে নারী ও পুরুষ উভয় লিঙ্গকেই বোঝান হয়ে থাকে।

সামাজিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ‘লিঙ্গ (gender)’ হল নারী ও পুরুষ উভয়ের মধ্যে একটি ক্ষমতা বন্টনের সম্পর্ক যে সম্পর্কের মধ্যে পুরুষকে নারী অপেক্ষা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। সুতরাং, ‘লিঙ্গ (Gender)’ শব্দটি মানুষের তৈরি একটি শব্দ। অপরদিকে ‘লিঙ্গ (sex)’ বলতে মানুষের মধ্যে যে জৈবিক ও শারীরিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকেই বোঝান হয়।

অধ্যাপিকা সীমন্তী সেনের অভিমত অনুযায়ী জেন্ডার-এর আত্মিক ও ভাষাগত মাত্রাও বর্তমান। এর মধ্যে মহিলাসুলভ মনোবৃত্তি, পুরুষসুলভ মনোবৃত্তির সঙ্গে সঙ্গে আসে আচার-ব্যবহারের চালচলন, প্রাত্যহিক ক্রিয়াকর্ম, সামাজিক গতিবিধির এলাকা প্রভৃতি। জীবনধারার পরিসর-পরিমন্ডল, কথাবার্তার রকমসকম, সাজপোশাকের ধরনধারণ প্রভৃতির মধ্যেও পুরুষালি-মেয়েলি পার্থক্যের পরিপ্রেক্ষিতে চিহ্নিত করা হয়। ভাষাও জেন্ডার-এর ধারণার দ্বারা ব্যাপৃত হয়। আবার ইতিহাস ও সমাজভেদে জেন্ডার-এর মাত্রাগত বিভিন্ন ধারণার পরিবর্তন ঘটে। মানবসভ্যতা জুড়ে নারী ও পুরুষ সম্পর্কে ধারণা গড়ে উঠে বিভিন্ন সামাজিক ও আত্মিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং ‘জেণ্ডার’ শব্দটির মাধ্যমে এর অভিব্যক্তি ঘটে। পৌরুষ ও নারীত্বের বিভাজনের সঙ্গে সঙ্গে ‘জেণ্ডার’ শব্দটির মাধ্যমে মহিলাদের সামাজিক অধীনতা, নারী-পুরুষের মধ্যে ক্ষমতার অসম সম্পর্ক প্রভৃতিও অভিব্যক্তি লাভ করে। স্বভাবতই ‘জেণ্ডার’ শব্দটির সঙ্গে রাজনীতিক ব্যঞ্জনা সংযুক্ত এবং এই শব্দটি কোন দিক থেকেই মূল্যবোধ নিরপেক্ষ নয়।

সুতরাং জৈবিক বিভাজন এবং বৃহত্তর সামাজিক-সাংস্কৃতিক প্রক্রিয়ার মাধমে পৌরুষ ও নারীত্বের বিভাজন হল দু’ধরনের বিভাজন। এই দু’ধরনের বিভাজনের মধ্যে পার্থক্য প্রতিপাদনের জন্য ‘লিঙ্গ’ শব্দটির পরিবর্তে ‘জেন্ডার’ শব্দটির ব্যবহার অধিকতর অর্থবহ বলে বিবেচিত হয়। নারী-পুরুয়ের মধ্যে জৈবিক বিভাজনই সব নয়। প্রতিটি সমাজের সুদীর্ঘ ও জটিল প্রকৃতির চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে পৌরুষ ও নারীত্বের ধারণার মধ্যে পার্থক্য প্রতিপাদনের প্রচেষ্টা পরিলক্ষিত হয়।

Leave a reply