লিঙ্গ বৈষম্যের সমাধান
কারো কারো মতে, সমাজে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ঘটলে নারীর সামাজিক উত্তরণ ঘটবে এবং তারা অবহেলিত অবস্থার হাত থেকে মুক্তি পাবে। আবার কারো কারো মতে, পারিবারিক স্তর থেকেই যদি নারী প্রতিবাদী হয়ে উঠতে পারে এবং পাশাপাশি যদি কর্তৃত্ব বোধের ধারণাটিকে জাগ্রত করতে পারে, তাহলে এই লিঙ্গবৈষম্য ধীরে ধীরে হ্রাস পাবে। পারিবারিক স্তরে এই ঘটনার সূত্রপাত ঘটলে বৃহত্তর আর্থ-সামাজিক স্তরে তার সম্প্রসারণ ঘটতে বাধ্য। তবে নারীকে এই অধিকার বোধ জাগ্রত করতে হলে তার প্রধান হাতিয়ারটি হবে শিক্ষা এবং সচেতনতা।
এছাড়া কার্যকরী কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক স্বয়ংভরতা অর্জন করতে হবে নারীজাতিকে। এটা অর্জন করতে হবে নিজ অধিকারে, পুরুষের দয়ার মাধ্যমে নয়।
Leave a reply
You must login or register to add a new comment .