লরেঞ্জ অনুপাত বা গিনি সহগ বা গিনি অনুপাত
আয় বৈষম্যকে লরেঞ্জ অনুপাত অথবা গিনি অনুপাত-এর মাধ্যমেও পরিমাপ করা যায়। লরেঞ্জ রেখার মাধ্যমে আয় বৈষম্য পরিমাপের বিকল্প উপায়টি হলাে গিনি সহগ বা গিনি অনুপাত। লরেঞ্জ রেখা (OLB) ও পূর্ণ সমতা রেখা (OB)-র মধ্যবর্তী অংশটির ক্ষেত্রফল এবং পূর্ণ সমতা রেখার ডানদিকে অবস্থিত সমগ্র রেখাচিত্রের ত্রিভুজাকৃতি অংশটির (△OBA) ক্ষেত্রফলের অনুপাতকে গিনি সহগ বা গিনি অনুপাত বলা হয়।
Read More
- সমক পার্থক্য এর সংজ্ঞা দাও।
- লরেঞ্জ রেখা বলতে কী বােঝাে?
- সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা লেখো।
- লরেঞ্জ রেখার সাহায্যে আয় বৈষম্য কীভাবে পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।
- লেনদেন ব্যালেন্সে ঘাটতি কীভাবে দূর করা যায় ?
- চলতি খাত ও মূলধনি খাতের বৈশিষ্ট্য আলােচনা করাে।
- বাণিজ্য উদবৃত্ত ও লেনদেন উদবৃত্তের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
- লেনদেন হিসাবের চলতি ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য দেখাও।
- “লেনদেন ব্যালেন্সে সবসময় সমতা থাকে।” – উক্তিটি ব্যাখ্যা করাে।
Leave a reply
You must login or register to add a new comment .