রিকার্ডোর খাজনা তত্ত্বের সঙ্গে আধুনিক খাজনা তত্ত্বের পার্থক্য
প্রাচীন অর্থনীতিবিদ রিকার্ডোর খাজনা তত্ত্বের সঙ্গে আধুনিক খাজনা তত্ত্বের বেশ কয়েকটি পার্থক্য লক্ষ করা যায়। যেমন-
আলোচনার ক্ষেত্রগত পার্থক্য
জমির খাজনার ক্ষেত্রেই শুধু রিকার্ডোর তত্ত্ব প্রযোজ্য। রিকার্ডোর তত্ত্বে শুধু জমিই খাজনা উপার্জন করতে পারে। আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী উৎপাদনের অন্যান্য উপকরণও খাজনা উপার্জন করে।
খাজনার উদ্ভবগত পার্থক্য
রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী জমির উৎপাদন ক্ষমতার পার্থক্য ও জমির দুষ্প্রাপ্যতার জন্য খাজনার উদ্ভব হয়। কিন্তু আধুনিক তত্ত্ব অনুযায়ী উপকরণের অস্থিতিস্থাপক জোগান অর্থাৎ নির্দিষ্টতার জন্য খাজনার উদ্ভব হয়।
স্থানান্তর আয় বা জোগানগত পার্থক্য
রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী জমির জোগান স্থির এবং এর কোনো জোগান দাম নেই। এই দিক থেকে জমির স্থানান্তর আয় বা জোগান দাম শূন্য এবং উপার্জনের পুরোটাই খাজনা। আধুনিক অর্থনীতিবিদরা জমির খাজনার ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তি বা উৎপাদনকারীর দিক থেকে। এক্ষেত্রে জমির জোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক নয়। ফলে কোনো ফার্ম বা ব্যক্তি বেশি খাজনা দিলে সর্বদাই বেশি জমি পেতে পারে। আধুনিক খাজনা তত্ত্বে জমির উপার্জনের একটি অংশই তার ন্যূনতম জোগান দাম বা স্থানান্তর আয়। রিকার্ডের খাজনা তত্ত্বে ফসল উৎপাদন ছাড়া জমির আর বিকল্প ব্যবহার নেই। ফলে বিকল্প আয়ও নেই। অন্যদিকে, আধুনিক তত্ত্বে জমির বিকল্প ব্যবহার ও বিকল্প আয় দুই-ই রয়েছে।
খাজনা ও দামের মধ্যে সম্পর্কগত পার্থক্য
রিকার্ডোর তত্ত্বে খাজনাকে উদ্বৃত্ত বলা হয়েছে। ফলে খাজনা বাড়লেও উৎপন্ন ফসলের দাম বাড়ে না। এই তত্ত্ব অনুযায়ী খাজনা দামকে নির্ধারণ করে না, দামই খাজনা নির্ধারণ করে। কিন্তু আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী উৎপাদনের অন্যান্য ব্যয়ের মতো খাজনাও একটি ব্যয়। কারণ উৎপাদনের অন্যতম উপকরণ জমির জন্যও উৎপাদককে দাম দিতে হয়। জমির জন্য বেশি দাম দিতে হলে উৎপাদন ব্যয়ও বাড়ে। ফলে দ্রব্যের দামেও এর প্রভাব পড়ে। তাই আধুনিক তত্ত্ব অনুযায়ী জমির জন্য প্রদত্ত দাম বা খাজনা দ্রব্যের দামকে প্রভাবিত করে।
প্রসঙ্গত, দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্যই রিকার্ডোর খাজনা তত্ত্বের সঙ্গে আধুনিক খাজনা তত্ত্বের এত পার্থক্য ঘটেছে। আবার এটি রিকার্ডোর খাজনা তত্ত্বেরই সাধারণ রূপ।
Leave a reply
You must login or register to add a new comment .