রায়তওয়ারি বন্দোবস্তু
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কর্নেল রিড ও মনরো মাদ্রাজ অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন এবং ক্রমে বোম্বাই অঞ্চলেও এটি প্রবর্তন করা হয়। এই বন্দোবস্তে জমি জরিপ করে রায়ত বা চাষিকেই জমির স্বত্ব দেওয়া হয়।
সাধারণত ২০ বা ৩০ বছরের জন্য জমির স্বত্ব দেওয়া হত। জমির পরিমাণের ওপর নির্ভর করে। রায়তের বাৎসরিক খাজনার পরিমাণ নির্ধারণ করা হত। খাজনার অত্যন্ত উচ্চহার এই বন্দোবস্তে লক্ষ করা যায়। কৃষকরা সরাসরি সরকারকে রাজস্ব দিত। ২০ বা ৩০ বছর জমির ভোগ করার অধিকার দেওয়া হলেও কোম্পানি যে-কোনো সময় ভূমি রাজস্ব বৃদ্ধি করতে পারত।
Leave a reply
You must login or register to add a new comment .