প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে মেহেরগড় সভ্যতার আবিষ্কার কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত, মেহেরগড় সভ্যতায় আবিষ্কৃত গম, যব গ্রভৃতি খাদ্যশস্য প্রমাণ করে যে, এ দুটি শস্য চাষের সূত্রপাত পশ্চিম এশিয়া থেকে আমদানিকৃত নয়।
দ্বিতীয়ত, এই সভ্যতা নব্যপ্রস্তর যুগের হলেও তামা, সিসা প্রভৃতি ধাতুর ব্যবহার সে যুগে অজ্ঞাত ছিল না।
তৃতীয়ত, ব্যাবসাবাণিজ্যের প্রমাণ মেলায় বােঝা যায় যে হরপ্পা সভ্যতার পূর্বেই নগরায়ণের ভিত্তি গড়ে উঠেছিল।
চতুর্থত, মৃৎশিল্পের বিকাশ পর্যায়ক্রমে মেহেরগড় সভ্যতায় লক্ষ করা যায় তা থেকে প্রমাণ হয় যে প্রাচীন ভারতীয় সভ্যতা ছিল বিকাশশীল।
Leave a reply
You must login or register to add a new comment .