মেরুবায়ু
সাধারণত উভয় গোলার্ধে মোটামুটি ভাবে ৭০°-৮০° উঃ ও দঃ অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে মেরুবায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর-পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে পরিচিত। এই দুই বায়ুপ্রবাহ খুবই শীতল এবং শুষ্ক।
■ [১] মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক :
(১) অতিরিক্ত শৈত্যের ফলে এবং সূর্যকিরণের অভাবে বায়ুতে জলীয় বাষ্প কম থাকায়, দুই মেরুর নিকটবর্তী অঞ্চলে বায়ুর চাপ সারাবছরই বেশি থাকায়, উত্তর ও দক্ষিণ গোলার্ধের ৬৫°- ৯০° অক্ষাংশের মধ্যে সারাবছর ধরেই বায়ুর উচ্চচাপ দেখা যায়, তাই এই দুই অঞ্চলকে মেরুদেশীয় উচ্চচাপ বলয় বলে।
(২) উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত অঞ্চলে। সারাবছর ধরেই বায়ুর নিম্নচাপ দেখা যায়, যথাক্রমে একে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়।
(৩) সাধারণত উত্তর গোলার্ধে মোটামুটি ভাবে ৭০°- ৮০° অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে তীব্র শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়ে মেরুবায়ুর সৃষ্টি করে। উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয়।
■ [২] মেরুবায়ুর বৈশিষ্ট্য হল :
(১) মেরুবায়ু উত্তর গোলার্ধে ফেরেলের সূত্র অনুযায়ী ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
(২) দুই গোলার্ধেই মেরুবায়ু তাদের স্বাভাবিক গতিপথ থেকে প্রায় ৯০° পর্যন্ত বেঁকে যায়।
(৩) উত্তর গোলার্ধে স্থানীয় আবহাওয়ার গোলযোগের জন্য অনেক সময়েই মেরুবায়ু বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে থাকে।
(৪) অন্যদিকে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু অনেক সময় নিয়মিতভাবে প্রবাহিত হয়।
(৫) বরফে ঢাকা মেরু অঞ্চল থেকে আসে বলে মেরুবায়ু অসম্ভব ঠাণ্ডা ও শুষ্ক।
(৬) শীতকালে মেরুবায়ুর প্রভাব বছরের অন্য সময়ের তুলনায় বেশি হয়।
(৭) মেরুবায়ু দুই মেরুবৃত্তে তুষার ঝড়ের সৃষ্টি করে।
(৮) জলদস্যু ভাইকিংরা উত্তর ইউরোপ (নরওয়ে, সুইডেন) থেকে উত্তর-পূর্ব মেরুবায়ুর গতিপথ ধরে উত্তর আমেরিকায় অভিযান করত এবং পশ্চিমাবায়ুর গতিপথ ধরে আবার দেশে ফিরে আসত। এখনকার দিনেও ইউরোপ থেকে বিমানে আমেরিকায় যেতে হলে মেরুবায়ুর গতিপথ অনুসরণ করতে হয়।
Leave a reply
You must login or register to add a new comment .