মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল
উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর- পূর্বদিকে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত : (১) সুপিরিয়র, (২) মিচিগান, (৩) হুরন, (৪) ইরি এবং (৫) অন্টারিও—এই পাঁচটি বৃহৎ হ্রদের দক্ষিণ তীরবর্তী বিরাট এলাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ হ্রদ অঞ্চলটি গঠিত হয়েছে।
হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে অবস্থিত কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা বরাবর সুপিরিয়র, মিচিগান, হুরণ, ইরি এবং অন্টারিও— এই পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল নিয়ে গঠিত হ্রদ অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্র তথা সারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ খনি ও শিল্প বলয়, তাহলেও উর্বর ভূপ্রকৃতিও অনুকূল জলবায়ুর জন্য এই অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান কৃষি ও পশুপালন বলয় হিসেবেও খ্যাতি লাভ করেছে।
■ হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে এই অঞ্চলের কৃষি ও পশু সম্পদ এবং শিল্প ও খনিজ সম্পদ—উভয়েরই অবদান রয়েছে।
হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ
● (১) তরঙ্গায়িত ও বিস্তীর্ণ সমতলভূমি।
● (২) নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু।
● (৩) পরিমিত বৃষ্টিপাত (৫০ – ৬০ সে.মি.)।
● (4) উর্বর কৃষ্ণ মৃত্তিকা এবং
● (৫) উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থার জন্য হ্রদ অঞ্চলে কৃষির (বিশেষত ভুট্টা চাষের) উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে।
হ্রদ অঞ্চলের দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর শ্রেষ্ঠ ভুট্টা উৎপাদক অঞ্চল (একে হ্রদ অঞ্চলের ভুট্টা বলয় বলে)। এই ভুট্টা প্রধানত পশুখাদ্যের জন্য ব্যবহৃত হয়। হ্রদ অঞ্চলে উত্তরাংশের তৃণভূমিতে পশু খাদ্যের জন্য ‘হে’এবং অন্যান্য ঘাসের চাষ করা হয়।
হ্রদ অঞ্চলের অন্যান্য ফসল হল
গম, যব, রাই, ওট, সয়াবিন, বীট প্রভৃতি। এছাড়া হ্রদের তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল, পীচ প্রভৃতি ফলের চাষ হয়।
হ্রদ অঞ্চলের পশুপালন, পোলট্রি ও ডেয়ারী শিল্পের উন্নতির কারণ
● (১) হ্রদ অঞ্চলের দক্ষিণাংশের ভুট্টাবলয়ে উৎপন্ন ভুট্টা পুষ্টিকর পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই অঞ্চল গবাদি পশু ও শুয়োর প্রতিপালনে বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।
● (২) হ্রদ অঞ্চলের উত্তরাংশের তৃণভূমিতে প্রধানত মাংসের জন্য ভেড়া, ছাগল ও ষাঁড় প্রতিপালন করা হয়।
● (৩) ভুট্টা বলয়ে প্রতিপালিত গবাদি পশু সাধারণত দুধের জন্য প্রতিপালন করা হয়। এই জন্য ভুট্টা বলয়ের পূর্ব দিকের সেন্ট পল, সেন্ট লুই, শিকাগো প্রভৃতি শহরে দুগ্ধ শিল্প (দুধ, মাখন, পনির) ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।
● (৪) হ্রদ অঞ্চলে ভুট্টাবলয় ও তৃণভূমিতে প্রতিপালিত গোরু, শূকর, ভেড়া, ছাগল প্রভৃতি পশু বধ এবং মাংস সংরক্ষণ ও রপ্তানির জন্য হ্রদ অঞ্চলের শিকাগো, ডুলুথ প্রভৃতি শহরে কসাই খানা ও মাংস সংরক্ষণ শিল্প গড়ে উঠেছে। শিকাগো পৃথিবীর বৃহত্তম কসাইখানা এবং শ্রেষ্ঠ মাংস সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্র।
● (৫) এছাড়া হ্রদ অঞ্চলে হাঁস ও মুরগি পালনের জন্য অনেক পোলট্রি গড়ে উঠেছে।
হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ
● (১) সুপিরিয়র হ্রদ অঞ্চলের মেসাবি (বিশ্বের বৃহত্তম লৌহখনি), ভারমিলিয়ন, গোজিবিক, কুয়ুনা, মিনমিনি ও মার্কেট রেঞ্জ প্রভৃতি লৌহ খনিকে নিয়ে গঠিত বিশ্বশ্রেষ্ঠ লৌহ খনি অঞ্চলের আকরিক লোহা।
● (২) পিটস্বার্গ, পেনসিলভানিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং অ্যাপালেসিয়ান অঞ্চলের সুলভ কয়লা।
● (৩) নায়াগ্রাসহ হ্রদ অঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন বিপুল পরিমাণ সুলভ জলবিদ্যুৎ।
● (8) হ্রদ অঞ্চলের সুলভ জল পরিবহন।
● (৫) হ্রদ অঞ্চলের জলসম্পদের প্রাচুর্য।
● (৬) রাসায়নিক কাঁচা মালের প্রাচুর্য।
● (৭) শিকাগো, ডুলুথ প্রভৃতি গুরুত্বপূর্ণ বন্দরের নৈকট্য।
● (৮) দক্ষ শ্রমিকের প্রাচুর্য।
● (৯) মার্কিন যুক্তরাষ্ট্রের অতি উন্নত প্রযুক্তিবিদ্যা।
● (১০) পৃথিবীব্যাপী চাহিদা, প্রভৃতি কারণে হ্রদ অঞ্চলটি বিশ্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে।
অবস্থানগত সুবিধার জন্য হ্রদ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হল লৌহ ইস্পাত শিল্প।, গ্যারি (মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা), শিকাগো, ক্লীভল্যান্ড, ডেট্রয়েট, বাফেলো, ডুলুথ, লোরেন প্রভৃতি শহর হ্রদ অঞ্চলের উল্লেখযোগ্য লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র। মোটরগাড়ি নির্মাণ শিল্প হ্রদ অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্প। হ্রদ অঞ্চলের ডেট্রয়েট পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। হ্রদ অঞ্চলের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ও মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হল ফ্লিন্ট, পন্টিয়াক, লানসিং, টলেডো, শিকাগো ও ক্লিভল্যান্ড।
এছাড়া হ্রদ অঞ্চলে রাসায়নিক, ও জাহাজ নির্মাণ কেন্দ্র (শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট); তৈলশোধনাগার (শিকাগো, ডুলুথ প্রভৃতি) বস্ত্রশিল্প (ক্লিভল্যাণ্ড); ডেয়ারী ও মাংস সংরক্ষণ শিল্প [শিকাগো (পৃথিবীর বৃহত্তম কসাইখানা এবং মাংস সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্র), ডুলুথ, সেন্টপল, সেন্ট লুই], কৃত্রিম রবার ও টায়ার শিল্প (এব্রুন) এবং ময়দা শিল্প (হ্রদ অঞ্চলের বাফেলো হল পৃথিবীর বৃহত্তম ময়দাশিল্প কেন্দ্র) গড়ে উঠেছে।
Leave a reply
You must login or register to add a new comment .