Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং কংগ্রেস ও লিগের পারস্পরিক দ্বন্দ্বের প্রেক্ষিতে ভারতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লর্ড ওয়াভেলের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে পাঠাবার সিদ্ধান্ত নেন। তিনি ঘােষণা করেন, ১৯৪৮-এর জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের কোনাে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে ভারত ত্যাগ করবে।

মাউন্টব্যাটেন পরিকল্পনা 

১৯৪৭ সালের ৩ জুন লর্ড মাউন্টব্যাটেন এদেশে আসেন। সাম্প্রদায়িক সমস্যা সমাধানে কংগ্রেসকে তিনি দেশভাগের নীতিতে সায় দিতে বলেন। এর আগে ১৯৪৭-এর ২২ মার্চ দাঙ্গাবিধ্বস্ত ভারতে এসে মাউন্টব্যাটেন ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে ১৩৩টি বৈঠক করেন। তিনি বুঝতে পারেন যে ভারত বিভাগ ছাড়া সমস্যার সমাধান অসম্ভব। ৩ জুন প্রধান উপদেষ্টা ভি পি মেনন-এর সহযােগিতায় ভারত বিভাগের খসড়া তৈরি করেন তিনি। ওইদিনই এক সাংবাদিক সম্মেলনে মাউন্টব্যাটেন জানান, ভারত ও পাকিস্তান দু’টি পৃথক রাষ্ট্র হবে। ১৯৪৭-এর ১৫ আগস্টের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও তিনি জানিয়ে দেন। এই ঘােষণাপত্রটি ‘মাউন্টব্যাটেন প্রস্তাব’ নামে বিখ্যাত।

মাউন্টব্যাটেন প্রস্তাব প্রস্তাবে বলা হয়-

১) বাংলা ও পাঞ্জাব ভাগ করার সময় কোন কোন অঞ্চল ডােমিনিয়নভুক্ত হবে তা ঠিক করবে সিরিল র্যাডক্লিফের নেতৃত্বাধীন বর্ডার কমিশন।

২) দেশীয় রাজ্যগুলি সার্বভৌমত্ব পাবে, প্রয়ােজনে যে কোনাে সময় ডােমিনিয়নে যােগ দিতে পারবে।

৩) কোন ডােমিনিয়নে আসাম, শ্রীহট্ট এবং উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল অন্তর্ভুক্ত হবে তা গণভােটে স্থির করা হবে।

৪) সংখ্যালঘু-প্রধান সিন্দু, ব্রিটিশ বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তানের জন্ম হবে।

৫) পাকিস্তান ও ভারতবর্ষ নামে দুটি স্বাধীন ডােমিনিয়ন গড়ে উঠবে।

৬) প্রত্যেক ডােমিনিয়নের গণপরিষদ নিজস্ব সংবিধান তৈরি করতে পারবে। মাউন্টব্যাটেনের প্রস্তাবে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এগুলি হলাে-

আজাদের মত 

মৌলানা আবুল কালাম আজাদ দেশভাগের প্রতিক্রিয়ায় বলেছেন, “দেশভাগ হলাে এক দৈব দুর্বিপাক।” তাঁর মতে, ভারতভাগ হলাে। কংগ্রেসের রাজনৈতিক পরাজয়ের নিদর্শন।

প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদের অভিমত

বল্লভভাই প্যাটেল মনে করেন ভারত ভাগ কংগ্রেসের পরাজয় বা নতি স্বীকার নয়, তৎকালীন পরিস্থিতিতে দেশভাগই ছিল সমস্যা সমাধানের একমাত্র পথ। ডঃ রাজেন্দ্র প্রসাদও মনে করেন, গৃহযুদ্ধের চেয়ে দেশভাগ ভালাে।

আধুনিক ঐতিহাসিকদের অনেকেই ভারত ভাগ প্রশ্নে কংগ্রেসের অবস্থানকে বাস্তবসম্মত মনে করেন।

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Comments ( 2 )

  1. রাজদীপ সেন
    October 14, 2022 at 10:12 am

    আমি কিছু বুঝতে পারছিনা

  2. রাজদীপ সেন
    October 14, 2022 at 10:12 am

    আমি কিছু বুঝতে পারছিনা?

Leave a reply