মহাদেশীয় অবরোধ ব্যবস্থা
ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্যকে স্তব্ধ করে তার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করার প্রচেষ্টায় নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০৬ ও ১৮০৭ খ্রিস্টাব্দে মোট চারটি (বার্লিন, ওয়ারশ, মিলান ও ফন্টেনব্লু) ডিক্রি জারি করে যে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলেন।
Leave a reply
You must login or register to add a new comment .