ভারতবর্ষে জনবহুল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি না হওয়ায় বেকারত্বের সমস্যার উদ্ভব হয়েছে। কোনাে কর্মক্ষম ব্যক্তি তার যােগ্যতা সত্ত্বেও যদি উৎপাদনমুখী ও আয় সৃষ্টিকারী কার্যকলাপে নিযুক্ত হতে না পারে, তবে তাকে বেকার বলা হয়।
ভারতে বেকারত্বের ধরন
ভারতের মতাে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে বেকারত্বের প্রকৃতি পর্যালােচনা করলে বেকারত্বের যে ধরনগুলি চিহ্নিত করা যায় সেগুলি নিম্নরূপঃ
(ক) মরসুমি বেকারত্ব
ভারতের মতাে কৃষিপ্রধান দেশে উপযুক্ত সেচের অভাবে কৃষকরা প্রধানত অনুকুল মরসুমের (বা বৃষ্টিপাতের) ওপর নির্ভর করে। কৃষিকাজ সম্পন্ন করে। এর ফলে কৃষিতে বছরের সব সময় কর্মপ্রাপ্তির সুযােগ থাকে প্রতিকূল মরসুমের জন্য কৃষক এবং কৃষি-শ্রমিকেরা একটি বছরে ৪-৬ মাস কর্মহীন অবস্থায় থাকে। একেই মরসুমি বেকারত্ব বলে।
(খ) প্রচ্ছন্ন বেকারত্ব
ভারতের মতাে দেশে জনসংখ্যা বৃদ্ধির চাপে গ্রামীণ ক্ষেত্রে উদ্বৃত্ত শ্রমের অস্তিত্ব লক্ষ করা যায়। অর্থাৎ গ্রামাঞ্চলে পারিবারিক খামারগুলিতে কৃষিকাজে প্রয়ােজনের অতিরিক্ত শ্রমিক নিযুক্ত থাকে। তাদের উৎপাদনের কাজ থেকে সরিয়ে নিলেও কৃষি উৎপাদনে কোনাে হেরফের হয় না। অর্থাৎ আপাতদৃষ্টিতে এদের কর্মে নিযুক্ত মনে হলেও কৃষি উৎপাদনে প্রকৃতপক্ষে তাদের কোনাে ভূমিকা না থাকার ফলে তাদের প্রচ্ছন্ন বেকার বলা হয়।
(গ) শিক্ষিত বেকারত্ব
কোনাে দেশে শিক্ষিত ও কর্মক্ষম ব্যক্তিরা তাদের শিক্ষাগত যােগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত কর্মনিযুক্তির সুযােগ থেকে বঞ্চিত হলে, তাদের শিক্ষিত বেকারত্ব বলা হয়। যেমন, ভারতে পরিকল্পনাকালে কর্মমুখী শিক্ষার তুলনায় প্রথাগত সাধারণ শিক্ষার সুযােগ অধিক বিস্তৃত হয়েছে। তাছাড়া গ্রামাঞ্চলের তুলনায় শহরেই উচ্চশিক্ষার সুযােগ বেশি সৃষ্টি হয়েছে। ফলে এক বিপুল সংখ্যক যুবক-যুবতী ওই সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও উপযুক্ত কর্মসংস্থানের সুযােগ পায়নি। এই ধরনের শিক্ষিত বেকারের জোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মনিয়ােগের সুযােগ বিস্তার লাভ করেনি।
(ঘ) শিল্পক্ষেত্রে বেকারত্ব
কোনাে উন্নয়নশীল দেশে বিভিন্ন শিল্পে শ্রমিক জোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পযােগের সুযােগ যদি বৃদ্ধি না পায়, তবে শিল্পক্ষেত্রে বেকারত্বের উদ্ভব হয়।
Read More
- ডাঙ্গেল খসড়া কী ?
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) দুটি কাজ উল্লেখ করাে।
- গ্যাট ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে মূল পার্থক্য কোথায় ?
- বিমা কয় প্রকার ও কী কী ?
- দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে?
- দারিদ্র্যের ফাকঁ কাকে বলে?
- বেসরকারি কেন্দ্রায়ন বলতে কী বােঝাে?
- মরসুমি বেকারত্ব কাকে বলে?
- সংঘাতজনিত বেকারত্ব বা বাণিজ্যচক্রজনিত বেকারত্ব কাকে বলে?
- ভারতে দারিদ্র্য টিকে থাকার কারণগুলি সংক্ষেপে উল্লেখ করাে।
- ভারতে দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ আলােচনা করাে।
Leave a reply
You must login or register to add a new comment .