Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতে কয়লা উত্তোলনের সমস্যাগুলি লেখো।

ভারতে কয়লা উত্তোলনের সমস্যাগুলি লেখো।

ভারতে কয়লা উত্তোলনের সমস্যা

ভারতের কয়লা উৎপাদনের কিছু সমস্যা আছে-

  1. ভারতের কয়লা খুব উন্নত মানের নয়।
  2. খনিমুখ থেকে বাজারে বা শিল্পকেন্দ্রে কয়লা পাঠানোর মতো প্রয়োজনীয় রেল ওয়াগন সবসময় পাওয়া যায় না।
  3. সাধারণ কয়লা থেকে ‘ কোক কয়লা ‘ বা উপজাত দ্রব্য তৈরি করার ভালো ব্যবস্থা নেই।
  4. কয়লা প্রধানত একটি অঞ্চলেই পাওয়া যায় । দেশের বিভিন্ন স্থানে কয়লা পাঠাতে সময় ও পরিবহন ব্যয় দুই-ই বেশি লাগে।
  5. আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের যন্ত্রপাতির অভাবে খনি থেকে সব কয়লা তোলা যায় না , অনেক নষ্ট হয়।
  6. কয়লাখনিতে আগুন লাগলে নেভানোর ভালো ব্যবস্থা নেই।

Leave a reply