Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গুলি উল্লেখ করো।

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র

ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলি হল—

  1. মহারাষ্ট্রের খোপালি , ভিরা , ভিবপুরী ও কয়না ;
  2. কর্ণাটকের শিবসমুদ্রম ও সরাবতী ;
  3. তামিলনাড়ুর পাইকারা ও মেত্তুর ;
  4. কেরালার পল্লিভাসাল ও ইদ্দিকি ;
  5. অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম এবং নাগার্জুনসাগর ও তুঙ্গভদ্রা বহুমুখী প্রকল্পের অধীন বিদ্যুৎকেন্দ্র সমূহ ;
  6. হিমাচল প্রদেশের ভাকুরা-নাঙ্গাল বহুমুখী প্রকল্পের অধীন ভাক্রা , গাঙ্গোয়াল ও কোটলা ;
  7. জম্মু ও কাশ্মীরের বরমুলা ;
  8. মণিপুরের লোকটাক ;
  9. পশ্চিমবঙ্গের জলঢাকা ;
  10. ওড়িশার হীরাকুঁদ ;
  11. ঝাড়খণ্ডের মাইথন ও তিলাইয়া ;
  12. উত্তরাঞ্চলের পালরা , মহম্মদপুর ও সালওয়া ;
  13. সিকিমের লাগিয়াপ প্রভৃতি।

Leave a reply