ভারতের গ্লাসগো
কলকাতা শহরের বিপরীতে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রটি হাওড়া । হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত এই শিল্প শহরটিতে পাট , ইঞ্জিনিয়ারিং , বস্ত্রবয়ন প্রভৃতি নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে ইংল্যান্ডের গ্লাসগো শহরের মতো অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার জন্য হাওড়া শহরকে ভারতের গ্লাসগো ও বলা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .