ভারতীয় প্রমাণ সময়
ভারতীয় যুক্তরাষ্ট্রের মাঝামাঝি 88\tfrac{1}{2}^{\circ} পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদ বা কোকনদের কাছাকাছি স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (Indian Standard Time বা I.S.T.) ধরা হয়। এই সময় অনুসারে ভারতের সমস্ত সরকারি অফিসের কাজকর্ম পরিচালিত হয়। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে প্রায় 88\tfrac{1}{2}^{\circ} \times 4 মিঃ = 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে থাকে। কলকাতা ৮৮° পূর্ব দ্রাঘিমা থেকে আরও ৬° পূর্বে অবস্থিত।
সুতরাং কলকাতার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় থেকে 6 \times 4 = 24 মিনিট অগ্রগামী। অর্থাৎ কলকাতার স্থানীয় সময় গ্রিনিচের সময়ের তুলনায় (5 ঘণ্টা 30 মিনিট + 28 মিনিট) = 5 ঘণ্টা 54 মিনিট এগিয়ে থাকে। সুতরাং কলকাতায় যখন বেলা ১টা, তখন গ্রিনিচের সময় (বেলা 1টা – 5 ঘণ্টা 54 মিঃ) = সকাল 7টা 6 মিনিট।
Read More
- টীকা লেখো : আন্তর্জাতিক তারিখরেখা
- টীকা লেখো : স্থানীয় সময়।
- টীকা লেখো : প্রমাণ সময়।
- টীকা লেখো : প্রতিপাদ স্থান।
- টীকা লেখো : am ও pm
- টীকা লেখো : দ্রাঘিমা।
- টীকা লেখো : অক্ষাংশ।
- টীকা লেখো : নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা।
- টীকা লেখো : মহাবৃত্ত।
- টীকা লেখো : গ্রিনিচের সময়।
- টীকা লেখো : সমাক্ষরেখা ও দেশান্তর বা দ্রাঘিমারেখা।
Leave a reply
You must login or register to add a new comment .