ভলতেয়ার ছিলেন প্রাক্-বিপ্লব যুগে ফ্রান্সের ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এক অসাধারণ পুরুষ। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, প্রাবন্ধিক, ঐতিহাসিক ও দার্শনিক।
তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল ধর্মীয় সংগঠন ও যাজক সম্প্রদায়। ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত ধর্মীয় সংগঠন ও অধঃপতিত ধর্মযাজকদের তীব্রভাবে আক্রমণ করে তিনি তাদের ধর্মীয় মুখোশ খুলে দেন এবং তার প্রতিকারের জন্য সম্রাটকে আহ্বান জানান।
Leave a reply
You must login or register to add a new comment .