Table of Contents
Toggleব্রিডার্স কিট
প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করার জন্য প্রজননবিদেরা যেসব যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম ব্যবহার করেন সেগুলিকে একসঙ্গে একটি ব্যাগে রাখা হয় , তাকে ব্রিডার্স কিট বলে।
সংকরায়ণ পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রজননবিদরা কয়েকটি বিশেষ ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন । নীচে যন্ত্রপাতির নাম ও ব্যবহার উল্লেখ করা হল।
কাঁচি (Scissor)
ফুলের ক্ষতি না করে অপ্রয়োজনীয় অংশ অপসারণ করা হল কাঁচির কাজ।
সূচ (Needles)
ছোটো কুঁড়িগুলোকে পুরুষত্বহীনকরণের সময় খোলার জন্য সূচের প্রয়োজন হয়।
চিমটে (Forceps)
নির্বাচিত উভলিঙ্গ ফুল থেকে চিমটে দিয়ে পরাগধানীগুলি সরানো হয়।
ব্রাশ বা তুলি (Brush)
অনেক সময় পরাগধানী থেকে পরাগরেণু সংগ্রহের জন্য ব্রাশের প্রয়োজন হয়।
অ্যালকোহল (Alcohol)
কাঁচি , সূচ , চিমটে , ব্রাশ প্রভৃতি নির্বীজকরণের ( Sterilization ) জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়।
ব্যাগ (Bag) বা মসলিন ও অয়েল পেপার (Moslin or oil paper)
নির্বাচিত ফুলগুলি পুরুষত্বহীনকরণের পর ঢাকার জন্য ব্যাগ বা মসলিন বা অয়েল পেপার প্রয়োজন হয়।
মিটার টেপ (Meter tape)
জনিতৃ নির্বাচনের সময় তাদের উচ্চতা মাপার জন্য টেপের বিশেষ প্রয়োজন হয়।
হাতলেন্স (Hand lens)
ক্ষুদ্র ফুলের পুরুষত্বহীনকরণের সময় অনেক সময় ব্যবহার করা হয়।
ট্যাগ (Tag)
সংকরায়ণের পর ফুলগুলি চিহ্নিতকরণের জন্য ট্যাগ ব্যবহার করা হয়।
সুতো (Thread)
নির্বাচিত ফুলগুলির পুরুষত্বহীনকরণ ও পরাগায়ণের পর অয়েল বা মসলিন পেপার বা ব্যাগ দিয়ে ঢেকে রাখার জন্য চিহ্নিতকরণের জন্য সুতো ব্যবহার করা হয়।
ফিল্ড ডায়েরি (Field diary)
সংকরায়ণ পদ্ধতি শেষ হওয়ার পর , ক্রসের সংখ্যা , তারিখ , জনিত্রের নাম ইত্যাদি ডায়েরিতে লেখা হয়।
মোম , স্পিরিট ল্যাম্প ও মোগলানোর পাত্র (Spirit lamp and container for melted wax)
চিহ্নিতকরণের জন্য কাগজের ট্যাগগুলিকে মোমের প্রলেপ বা কোটিং দেওয়ার প্রয়োজন হয়।
Leave a reply
You must login or register to add a new comment .