বৌদ্ধধর্মে আর্যসত্য
ধর্মীয় সংস্কারকরূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে চারটি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মনীতি গড়ে তােলেন। এই চারটি আর্যসত্য হল- ১) জগৎ দুঃখময়, ২) জাগতিক কামনা-বাসনা ও আসক্তিই হল মানুষের যাবতীয় দুঃখের কারণ, ৩) দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, ৪) দুঃখের কারণগুলি ধ্বসেরও উপায় আছে। মানুষের জীবনের এই চারটি সত্যকেই আর্যসত্য বলা হয়।
Read More
- দ্বাদশ অঙ্গ কী?
- মহাভিনিষ্ক্রমণ কী?
- প্রতিবাদী আন্দোলন বলতে কী বােঝ?
- ধর্মচক্র প্রবর্তন কী?
- অষ্টাঙ্গিক মার্গ কী?
- লিপির গুরুত্ব কী? বা লিপি থেকে কী জানা যায়?
- হরপ্পা সভ্যতাকে ‘তা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা’ বলা হয় কেন?
- জাতিপ্রথার ক্রটি উল্লেখ কর।
- আইহােল শিলালেখ কি?
- প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে ?
- হীনযান বলতে কাদের বােঝানাে হত ?
- মহাযান কি?
- মধ্যপন্থা অথবা, মঝঝিম কী ?
- অনুলােম প্রতিলােম বিবাহ কাকে বলে?
- নির্বাণ কি?
- “জিন” কি?
- ত্রি-রত্ন কি?
- পঞ্চ মহাব্রত কি?
- শ্রেণি বা নিগম বা সংঘ বলতে কি বােঝ?
Leave a reply
You must login or register to add a new comment .