বৃষ্টিচ্ছায় অঞ্চল
আর্দ্রবায়ু পাহাড়ে বাধা পেয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত করার পর ওতে আর জলীয় বাষ্প থাকে না। ঐ শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে (অনুবাত ঢালে) গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না। পাহাড়ের অপর দিকের ঐ বর্ষণ বঞ্চিত প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জির নিকটবর্তী মেঘালয়ের রাজধানী শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।
Leave a reply
You must login or register to add a new comment .