বুড়িবালামের যুদ্ধ
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের শত্রু জার্মানির সহযোগিতায় বিপ্লবীরা বাংলায় এক সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা গ্রহণ করেন। জার্মান থেকে অস্ত্র বোঝাই করে ‘ম্যাভেরিক’ জাহাজ পরিকল্পনা মাফিক বালেশ্বরে এসে পৌছোনোর কথা ছিল। সেই উদ্দেশ্যে বাঘাযতীন ও তাঁর সঙ্গী বিপ্লবীরা ওই জাহাজের অস্ত্রশস্ত্র খালাস করার জন্য বালেশ্বরে যান, শেষ পর্যন্ত ‘ম্যাভেরিক’বালেশ্বরে পৌঁছোয়নি তার পরিবর্তে এসেছিল কলকাতার পুলিশ কমিশনার চালর্স টেগার্ট।
তিনি গুপ্তচরের মাধ্যমে এই গোপন তথ্য জানতে পারেন। বাঘা যতীন বালেশ্বরের কাছে বুড়ীবালাম নদীর তীরে ঘাঁটি তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। দুই পক্ষে তুমুল লড়াই চলে। শেষ পর্যন্ত বিপ্লবীরা পরাজিত হল ও মৃত্যুবরণ করেন। এই ঘটনা ইতিহাসে বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত।
Leave a reply
You must login or register to add a new comment .