বিসমমণ্ডল বা হেটারােস্ফিয়ার
ভূ-পৃষ্ঠের ৯০-১০০ কিমি উচ্চতার মধ্যে বিসমমণ্ডল শুরু হয়। এই মণ্ডলের উধ্বসীমা প্রায় ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তৃত। বাতাসের গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ এখানে সমান নয়। সে কারণে এই বলয়টি বিসমমণ্ডল বা হেটারােস্ফিয়ার (Heterosphere) নামে পরিচিত।
Read More
- থার্মোস্ফিয়ার কী?
- মেসোপজ কী? এর বিশেষত্ব কী?
- মেসােস্ফিয়ার কী ? এর বিশেষত্ব কী?
- স্ট্র্যাটোপজ কোথায়? এর বিশেষত্ব কী?
- ওজোন স্তর কী?
- স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে কেন?
- ভূ-ত্বক কী? ভূত্বকের বিশেষত্ব কী?
- পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও স্তরভাগ কী ধরনের?
- পরিবেশের উপাদান হিসাবে শিলামণ্ডলের গুরুত্ব কী ?
Leave a reply
You must login or register to add a new comment .