মাইক্রোকনজিউমার বা ডিকম্পােজার বা বিয়ােজক
বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান মৃতজীবী, অর্থাৎ যারা মৃত উদ্ভিদ ও খাদকদের মৃতদেহ বিয়ােজিত করে আবার সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদের বিয়ােজক বলে। যেমন- ব্যাকটিরিয়া, ছত্রাক, ইত্যাদি। বিয়ােজকদের ইংরেজিতে ‘ডিকম্পােজার’ বা ‘মাইক্রোকনজিউমার’ (Decomposers or Microconsumers) বলে।
বিয়ােজক বা ডিকম্পােজার বা মাইক্রোকনজিউমারদের কাজ
বিয়ােজকরা মৃত উদ্ভিদ ও প্রাণীর প্রােটোপ্লাজমের জটিল রাসায়নিক যৌগগুলিকে ভেঙে কিছুটা নিজেরা নিজেদের পুষ্টির জন্য ব্যবহার করে এবং বাকিটা অজৈব লবণ হিসেবে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদেরা এই লবণগুলিকে খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করে।
Read More
- বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (Ecosystem) কাকে বলে?
- বাস্তুসংস্থান বা বাস্তব্যবিদ্যা বা ইকোলজি (Ecology) বলতে কী বােঝায়?
- ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী?
- স্বভােজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান (Autotrophic Components) কী?
- তৃণভােজী খাদক বা হার্নিভাের (Herbivores) কাদের বলে?
- মাংসাশী-স্তন্যপায়ী খাদক বা কার্নিডাের (Carnivores) কাদের বলে?
- সর্বভুক খাদক বা ওমনিভাের (Omnivores) কী?
- প্রাথমিক খাদক কাদের বলে ?
- দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক কাদের বলে?
- তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক কাদের বলে?
- এডস (HIV/AIDS) কী? এর লক্ষণ কী কী? এডস রােগের নিরাময় কী?
Leave a reply
You must login or register to add a new comment .