বার্ষিক রবি সঞ্চরণ বা রবি মার্গ
সূর্যের আপাত গতির বিভিন্ন পর্যায়ে বছরের বিভিন্ন সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর এই তিনটি রেখার ওপর সূর্যের আপাত বার্ষিক গতিশীলতা বার্ষিক রবি সঞ্চরণ বা রবি মার্গ নামে পরিচিত।
Read More
- সৌরদিন কাকে বলে?
- পৃথিবীর অক্ষ এবং কক্ষপথ কাকে বলে?
- পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন?
- পৃথিবীর সব স্থানে আহ্নিক গতির বেগ একরকম হয় না কেন?
- সূর্যের আপাত দৈনিক গতি বা আপাত সঞ্চরণ কাকে বলে?
- নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল কেন কারণ দেখাও।
- সূর্যের উত্তরায়ণ কাকে বলে?
- সূর্যের দক্ষিণায়ন কাকে বলে?
- গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোটো হয় কেন?
- শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড়ো হয় কেন?
- নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
- অপসূর ও অনুসূর বলতে কী বোঝো?
- নিশীথ সূর্যের দেশ পৃথিবীর কোন্ অঞ্চলকে বলে ও কেন বলে?
- পৃথিবীতে দিনরাত্রি হয় কেন?
- ঋতু পরিবর্তনের কারণ কী?
- কোন্ কোন্ দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন হয়?
- মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন কারণ দেখাও।
- পৃথিবীতে দিনরাত্রির হ্রাসবৃদ্ধি হয় কেন?
Leave a reply
You must login or register to add a new comment .